businesshour24.com

ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬


জীবননগর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ ও গাঁজা আটক

০৪:৫১পিএম, ২৪ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার (চুয়াডাঙ্গা প্রতিনিধি) : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মদ ও গাঁজা আটক করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ানের অধীনস্ত(৫৮ বিজিবি) ধোপাখালী বিওপি'র টহলদল সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে উপজেলার মাধবখালি গ্রামের মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ আটক করে।

একইদিনে নতুনপাড়া বিওপি'র টহল দলের অভিযানে ২৯০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করা হয়েছে। ৫৮ বিজিবি'র পরিচালক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ৫৮ বিজিবি'র অভিযানে জীবননগর সীমান্তে প্রায় প্রতিদিনই মাদকের বড় বড় চালান আটক হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে