businesshour24.com

ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬


পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৯ নৌসেনা নিহত

০১:২০পিএম, ২৭ নভেম্বর ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চলন্ত বাস খাদে পড়ে দেশটির অন্তত ৯ নৌসেনা নিহত হয়েছেন। এছাড়া আহত আরো ২৯ জন। স্থানীয় সময় মঙ্গলবার বালুচিস্তান প্রদেশে ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

খবরে বলা হয়েছে, নৌসেনা বহনকারী বাসটি গওয়াদার জেলার ওড়মারা এলাকা থেকে করাচিতে যাচ্ছিল। নৌসেনারা ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ব্রেক-ফেইলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বালুচের সহকারী কমিশনার বেলা জামিল বলেন, বাসটি লাসবেলার বোজিতে পৌঁছালে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর দ্রুত নৌ সেনা, কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিজনেস আওয়ার/২৭ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে