businesshour24.com

ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৬


ইরফান সাজ্জাদ-নাদিয়ার 'তুমি কি একদিন আসতে পারো?'

০৩:১৪পিএম, ২৮ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : রিনির বিয়ে ঠিক হয়েছে, তাই বাবার সঙ্গে বিয়ের দাওয়াতপত্র ঠিক করছিলেন রিনি। কিন্তু হঠাৎ একটি ফোন কল তাদের সমস্ত আয়োজনকে ম্লান করে দেয়! রিনির সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার সঙ্গে রিনির প্রেম ছিল, তবে পরিবারের সম্মতিতেই এ বিয়ে হচ্ছিল।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন রিনি। এমন সময় রাগিব নামের এক যুবক আসে তাদের বাড়িতে। তাকে দেখে শুরুতে রিনি খুব বিরক্ত হয়।কিন্তু রাগিব ধীরে ধীরে রিনিকে সহজ করে নিতে থাকেন। এখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। এরপর কী ঘটবে তা জানা যাবে নাটক 'তুমি কি একদিন আসতে পারো'তে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, ইভান সাইর, শুতি খান, আল্পনা ফারিয়া প্রমুখ।

নির্মাতা সুত্রে জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় 'তুমি কি একদিন আসতে পারো?' নাটকটি আরটিভিতে প্রচার হবে।

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে