businesshour24.com

ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৬


সাপ্তাহিক গেইনারের শীর্ষে তসরিফা

০১:৪০পিএম, ২৯ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৫১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ দিন তসরিফার শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৪৯.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে তসরিফা ইন্ডাস্ট্রিজ ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ৩৬.৭৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩৫.৫৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ২৬.১৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ২৬.১৯ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ২২.৯১ শতাংশ, লাফার্জহোলসিমের ২১.৮৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২১.৭৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২১.৫২ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২০ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে