businesshour24.com

ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৬


প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির তিন নেতা আটক

০২:৩৮পিএম, ২৯ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ। তবে অন্য দুই জনের নাম জানা যায়নি।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবিএম মোশাররফ হোসেনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেফতার করে পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পর তারা জামিনে ছাড়া পান।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে