businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


র‍্যাবের অভিযানে "আল্লাহর দল" এর তিন সক্রিয় সদস্য আটক

০২:৫১পিএম, ২৯ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার (চুয়াডাঙ্গা প্রতিনিধি) : র‍্যাবের অভিযানে চুয়াডাঙ্গা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন "আল্লাহর দল" এর তিন জন সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার রুহুল আমিন(৪০) ও কলম মন্ডল(৩৯)ঝিনাইদহ জেলার নুর ইসলাম।

র‍্যাব-৬ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় আরও ৭ থেকে ৮ জন সদস্য পালিয়ে যায়।

তাদের কাছ থেকে দুইটি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্য তালিকা ও গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আল্লাহর দলের সদস্য বলে স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে