businesshour24.com

ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৬


শুটিং-নামাজ একসঙ্গেই হলো চিত্রনায়ক সিয়ামের!

১২:৪১পিএম, ৩০ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : ঐতিহাসিক সিলেটের শাহী ঈদগাহ মাঠে গত ২৮ শে নভেম্বর দেখা গেলো চিত্রনায়ক সিয়াম আহমেদকে। মুখে দাঁড়ি, মাথায় টুপি, লম্বা চুলে ভিন্ন লুকে দেখা মিললো তার। ঈদগাহতে নামাজও পড়েছেন এই তারকা। রায়হান রাফীর চতুর্থ সিনেমা 'ইত্তেফাক' ছবির একটি নামাজের দৃশ্যে অভিনয় করেছেন সিয়াম।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ জানান, বর্তমানে রায়াহন রাফির পরিচালনায় 'ইত্তেফাক' ছবির কাজ করছি। এই ছবির দৃশ্যধারণ চলছে সিলেটের বেশকিছু জায়গায়। সিনেমার কাহিনীর কারণে এমন লুকে আমাকে দেখতে পাবেন দর্শকরা।

ছবিতে সিয়ামের সঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি।

তিনি এ ছবির দৃশ্যধারনের বিষয়ে রায়হান রাফি বলেন, সিয়ামকে এ সিনেমায় ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন। সিলেটের শাহী ঈদগাহে দৃশ্যধারণ করা হয়েছে। এ ছবিতে তার চরিত্রের নাম নূর। সিলেটের ঈদগাহে সিয়ামের নামাজ আদায় করার দৃশ্য ধারণ করা হয়েছে। মিমও খুব ভালো কাজ করছেন। আমি কাজটি নিয়ে বেশ আশাবাদী।

বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে