businesshour24.com

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


হাসপাতালের ভর্তি সিরাজুল আলম খান

১০:৪২এএম, ০৩ ডিসেম্বর ২০১৯বিজনেস আওয়ার প্রতিবেদক : শ্বাসকষ্টজনিত কারণে দুবাই হাসপাতালে ভর্তি হয়েছেন 'নিউক্লিয়াস-বিএলএফ'র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্রযুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান। নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয় এবং সেখান থেকে সিসিইউতে নেয়া হয়।

সোমবার সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে চিকিৎসকের পরামর্শে তাকে কয়েকদিন হাসপাতালের থাকতে হবে। তার কয়েকজন নিকটআত্মীয় হাসপাতালে তার সাথে দেখা করেছেন এবং খোঁজ-খবর রাখছেন।

এছাড়া সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস খানও ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারটায় সিরাজুল আলম খান বিমানে অসুস্থ হয়ে পড়লে এমিরাটস এয়ার কর্তৃপক্ষ তাকে হসপিটালাইজড করেন। তিনি এখন সুস্থ থাকলেওডাক্তারের পরামর্শে তাঁকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

উল্লেখ্য, সিরাজুল আলম খান গত ৩১ জুলাই ফলোআপ চিকিৎসার জন্য নিউইয়র্ক যান।

বিজনেস আওয়ার/০৩ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

সিএএ নিয়ে প্রধানমন্ত্রী
'বুঝতে পারছি না কেন ভারত এটা করল'

নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি
শাহবাগে ফের বিক্ষোভ, কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি

উপরে