businesshour24.com

ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৬


চুয়াডাঙ্গায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

০১:১৯পিএম, ০৩ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গায় টিসিবি কর্তৃক স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। পেঁয়াজ বিক্রির আনুষ্ঠানিক সূচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় তার সাথে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশের মত চুয়াডাঙ্গায়ও পেয়াজের বাজার উর্ধ্বমুখী রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। তাই সাধারণ জনগণের কথা মাথায় রেখে টিসিবি কর্তৃক ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির কার্যক্রম চলছে। এসময় পেঁয়াজ কিনতে সাধারণ জনগণের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

সম্প্রতি চুয়াডাঙ্গায় পেঁয়াজের বাজার মনিটরিংয়ের সময় একজন ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ ও দুইজন সাংবাদিক পেঁয়াজ ব্যবসায়ীদের হাতে লাঞ্চিত হন। পরে ব্যবসায়ীদের ভুল স্বীকার করার মাধ্যমে সেই ঘটনার অবসান ঘটানো হয়।

তবে পেঁয়াজের মূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস চরমে তা বলার অপেক্ষা রাখেনা।

বিজনেস আওয়ার/০৩ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে