businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


নয়াপল্টনে বিএনপির ৭ নেতাকর্মী আটক

০৩:১৪পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে এবং আশপাশ থেকে আরও ৫ কর্মীকে আটক করে পল্টন থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার বইয়ের দোকানের সামনে অবস্থান করছিলেন দলটির কয়েকজন নেতাকর্মী। এ সময় পল্টন থানা পুলিশ তাদের কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

এর আগে দুপুর ১২টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বেশ কয়েকজন নারীনেত্রীকে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

মতিঝিল জোনের সহকারী উপকমিশনার (এসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির সাতজনকে আটকের খবর আমিও পেয়েছি। তবে তাদের কারা আটক করেছে বিষয়টি এখনও নিশ্চিত না। সাদা পোশাকে ডিবি পুলিশ আটক করে থাকতে পারে।

বিজনেস আওয়ার/৫ ডিসেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে