businesshour24.com

ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৭ মাঘ ১৪২৬


মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১০:২০এএম, ০৭ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মধ্যবর্তী চর কিশোরগঞ্জের কাছে ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন। শনিবার রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সংঘর্ষের পর লঞ্চ দুটির বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। দুটি লঞ্চই ঢাকায় সদরঘাটে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম।

নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক জানান, আনুমানিক রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী নিহত হন এবং ১৫ জন যাত্রী নিখোঁজ বলে শুনেছি। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবেন। ঘটনার পর দ্রুত দুটি লঞ্চ নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় আটক করা যায়নি বলেও তিনি জানান।

বিজনেস আওয়ার/৭ ডিসেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে