businesshour24.com

ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৬


আগুনে শাশা ডেনিমসের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি

০২:১৬পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমসের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কোম্পানিটির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে কোম্পানির মূল কারখানার বাইরের অংশে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেডের সহযোগিতায় কোম্পানির নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম আধা ঘণ্টার মধ্যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

আগুন লাগার ঘটনায় কারখানার কার্যক্রম কোনও বাধা ছাড়াই চলছে এবং এই আগুনের কারণে কোনও উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলেও কোম্পানিটি জানিয়েছে।

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে