businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


দেশকে ১৫তম স্বর্ণ উপহার দিলেন সুমা

১১:১০এএম, ০৯ ডিসেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : আর্চারির শেষদিনের শুরুটাও হলো বাংলাদেশের স্বর্ণজয় দিয়ে। সোমবার (৯ ডিসেম্বর) সকালেই পোখরায় নারীদের কম্পাউন্ডের এককের ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সুমা বিশ্বাস। সবমিলিয়ে চলতি নেপালের এস এ গেমসে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে।

এর আগে বাংলাদেশ কোন একটি গেমসে ১৮টি স্বর্ণজয়ের যে রেকর্ড গড়েছিল, পুরানো সেই রেকর্ডকে টপকে যাওয়ার অপেক্ষায় এখন সবাই। সোমবার আর্চারির সমাপনী দিনে এখনো আরো তিনটি স্বর্ণপদকের লড়াই বাকি আছে। এই তিন ইভেন্টেও স্বর্ণ জয়ের লড়াইয়ে বাংলাদেশ হট ফেভারিট।

স্বর্ণজয়ের পর সুমা বিশ্বাস বলেন, আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসব। আমার টিম, কোচ তাদের সাপোর্টে আমি এ পর্যন্ত আসছি। এ জয়ের পেছনে যাদের ভূমিকা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আমি কখনও আসতে পারতাম না। এ সাফল্য দেশের প্রতি আরও মমত্ব বাড়িয়েছে।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

শেষ টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
মধুর সমাপ্তি, নাকি খালি হাতে ফেরা!

উপরে