businesshour24.com

ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬


নিরবের ক্যাসিনোতে বুবলি কি?

০২:২৯পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : নিরব-বুবলি অভিনীত ক্যাসিনো ছবির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।দ্বিতীয় লটের শুটিং শুরু হবে নতুন বছরে। আলোচিত নির্মাতা সৈকত নাসির এবার চলমান আলোচিত ইস্যু ক্যাসিনো নিয়ে ছবিটি খুব গোপনীয়তার সঙ্গে শুটিং করছেন।নির্মাতা ও শিল্পীরা চরিত্র-গল্প সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন। গণমাধ্যমে কথা বলছেন না কেউই।

তবে জানা গেছে, ছবিতে নিরব একজন সিআইডি অফিসার। তাসকিন ক্যাসিনো পরিচালনা করেন। তিনিই ছবির ভিলেন। আর তাকে সহযোগিতা করেন বুবলি। ভিলেনের সহকারী তাহলে কি নেগেটিভ চরিত্রে নতুন কোনও চমক নিয়ে হাজির হচ্ছেন বুবলি? প্রশ্ন উঠেছে যদি বুবলির চরিত্রটি নেগেটিভই হয়ে থাকে তাহলে দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করবেন।

তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ছবিটি মুক্তি পেলেই। এর আগে বুবলিকে শাকিব খান ব্যতীত অন্য কোনও নায়কের বিপরীতে দেখা যায়নি। এবার নিরবের বিপরীতে প্রথমবার কাজ করলেন বুবলি। নায়ক নিরবের সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক ছোট ভাই, বড় ভাইয়ের। শাকিবের শুভ কামনা নিয়েই কাজটি শুরু করেছেন তারা।

বড় ভাইয়ের নায়িকার সঙ্গে নিরবের রসায়ন কেমন হয় তা দেখার অপেক্ষায় থাকবেন দর্শক! তবে ক্যাসিনো নামে চলচ্চিত্রটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন দেখা গেছে। অনেকের মতে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা দারুণ তৎপর। ফলে এমন একটি নেগেটিভ নাম তারা কীভাবে নেবেন সেই প্রশ্ন থেকেই যায়।

সুত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ক্যাসিনো নামে নাটক প্রচারের কথা থাকলেও পরে নাম পরিবর্তন করেছে। কারণ ক্যাসিনোর মতো এমন একটি সামাজিক অবক্ষয়ের নামে নাটক হয়তো মানুষকে খারাপের দিকে আলোর মশাল হয়ে পথ দেখাবে। সবমিলে ক্যাসিনো ছবিটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা দেখা দিয়েছে।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে