businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


ক্যাসিনো'র পোস্টারে তাসকিন!

০৩:০১পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক :সৈকত নাসির পরিচালিত 'ক্যাসিনো' ছবিতে অভিনয় করছেন অভিনেতা তাসকিন আহমেদ। এই সিনেমায় যুবরাজ চরিত্রে দেখা যাবে তাকে। রোববার (০৮ ডিসেম্বর) রাতে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে। এতে এককভাবে হাজির হয়েছেন তাসকিন। কালো ব্লেজার গায়ে আগ্রাসী চাহনিতে দেখা যাচ্ছে তাকে।

পোস্টারটির ব্যাপারে তাসকিন বলেন, চরিত্রের সঙ্গে মিল রেখেই আমার ফার্স্টলুক পোস্টারটি করা হয়েছে। এই লুকেই দর্শক আমাকে সিনেমাটিতে দেখবেন। গত মাসে ‘ক্যাসিনো’র শুটিং শুরু করেছি। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আবার শুটিংয়ে অংশ নেব। সিনেমাটির গল্পে টানটান উত্তেজনা রয়েছে। এটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ঢাকায় 'ক্যাসিনো' ছবির শুটিং শুরু হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জসিম ফ্লোরে ক্যাসিনোর বড় সেট করে সিনেমাটির শুটিং চলছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন ও নায়িকা শবনম বুবলী। আর তাসকিন বরাবরের মতো ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে