businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


অর্থমন্ত্রী ও গভর্ণরের সঙ্গে জরুরী বৈঠকে বসবে ডিএসই

০৪:০৯পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি উত্তোরন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. ফজলে কবির এর সঙ্গে জরুরী বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। সোমবার (০৯ ডিসেম্বর) ডিএসইর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আ হ ম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. ফজলে কবির এর সঙ্গে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে বৈঠক করবে ডিএসই। এলক্ষে অবিলম্বে সরকারের অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কাছে বৈঠকের সময় চেয়ে চিঠি দেওয়ার জন্য ডিএসইর ব্যবস্থাপনাকে নির্দেশ প্রদান করেছে পর্ষদ।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০১৯/আরএ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে