businesshour24.com

ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৬


ব্যবসায় নাম লেখালেন নায়িকা অপু

১০:১১এএম, ১০ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : ব্যবসায় নাম লেখালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। 'এপিজে ফ্লোর' নামে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন। এপিজে'র মধ্যে 'এ'তে অপু এবং 'জে'তে জয়। আর 'পি'র অর্থ পরে জানাতে চেয়েছেন অপু।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর নিকেতনের ৩ নম্বর রোডের 'বি' ব্লকের ৫৮ নম্বর হাউজে এপিজে ফ্লোরের শুভ উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকবে বলে জানা গেছে।

অপু বলেন, এখন ছেলেমেয়েরা ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম খরচে এগুলো ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, সংবাদকর্মী ও অপু বিশ্বাসের বন্ধু-বান্ধবসহ অনেকেই।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে