businesshour24.com

ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৬


টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে লিভারপুল

০২:০৪পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই অস্তিত্ব সংকটের মুখে পড়েছেলিভারপুল। নকআউট পর্বে যেতে হলে আজ একটি পয়েন্ট আদায় করতেই হবে সলসবুর্গেরবিপক্ষে। আর হেরে গেলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। ম্যাচটি শুরু হবে মঙ্গলবাররাত ১১টা ৫৫ মিনিটে।

লিগে 'ই' গ্রুপে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। জয় পেলে নিশ্চিত হবে শীর্ষস্থানটিও। আবার সলসবুর্গের জন্য পরের পর্বে যাওয়ার পথটা আরও কঠিন। এই ম্যাচ জিতলেই হবে না তাদের, আশায় থাকতে হবে নাপোলি যেন হেরে যায় গেঙ্কের কাছে! এ দুটি দলও মুখোমুখি হবে একই সময়ে।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে