businesshour24.com

ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৭ মাঘ ১৪২৬


'বীর' ছবির ফার্স্টলুক প্রকাশ

০২:৫৫পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : শুটিংয়ের পর থেকে ভক্তদের ক্যামেরায় বীরের দেখা মিললেও এবার 'বীর' নিজেই দেখা দিলেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে 'বীর' ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে। যেখানে চমক দেখিয়ে ভিন্ন লুকে দেখা দিয়েছেন ঢাকাই ছবির কিং শাকিব খান।

'বীর'র ফার্স্টলুকে শাকিব খানকে দেখা যাচ্ছে, বাবরি চুল ও চাপদাড়িতে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তবে এই বাবরি চুল ও চাপদাড়ি মোটেও নকল নয়। এটাই শাকিবের নতুন লুক। পরিচালক কাজী হায়াতের ৫০ তম সিনেমা 'বীর'। আর এই ছবির মাধ্যমে প্রথমবারের মত শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এই গুনী নির্মাতা।

১৫ জুলাই এফডিসির কড়ইতলায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। গত বছরের ডিসেম্বরে একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে শাকিবের এই সিনেমার কাজ শুরু হয়। এতে কণ্ঠ দিয়েছেন শাকিব নিজেই। সে সময় পরিচালক কাজী হায়াৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাজ বন্ধ হয়ে যায়। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা বুবলি।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, 'বীর' শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় সিনেমা। সব ঠিক থাকলে চলতি বছরের মার্চ মাসে মুক্তির কথা আছে সিনেমাটির।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে