businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


চট্টগ্রামের বিপক্ষে দাপুটে জয় খুলনার

০৯:৫৩পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ রহমানউল্লাহ গুরবাজের পর রাইলি রুশোর ব্যাটিং তাণ্ডব। আফগান এবং দক্ষিণ আফ্রিকান এই দুই তারকার ব্যাটিং ঝড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৭ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় খুলনা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে দাপুটে জয় পায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।

স্কোর:
খুলনা টাইগার্স- ১৪৬/২ ওভার (১৩.৫)

নাজুমল হাসান শান্ত ৪ (৪)
রহমানুল্লাহ গুরবাজ ৫০ (১৯)
রাইলি রুশো ৪৩ (২৬)
মুশফিকুর রহিম ৯ (১২)

বোলার
নাসুম আহমেদ ২-০-১৮-১
নাসির হোসাইন ২-০-১৬-০
রুবেল হোসাইন ২-০-১৫-০
মুক্তার আলী ১-০-২০-১
কেসরিক উইলিয়ামস ২-০-১৮-০
এনামুল হক জুনিয়র ১-০-৫-০

খুলনা টাইগার্স: ১৪৪/৬ (ওভার ২০)
লিন্ডন সিমন্স ২৬ (২৩)
চাদউইক ওয়ালটন ১৮ (১৮)
ইমরুল কায়েস ১২ (১৪)
নাসির হোসেন ২৪ (২৭)
নুরুল হাসান ১৯ (১৭)
মুক্তার আলী ২৯ (১৪)
রিয়াদ এমরিট ১ (৪)
রুবেল হোসাইন ৬* (৩)

বোলার:
মোহাম্মদ আমির ৪-০-৩৩-০
রুবি ফ্রাইলিঙ্ক ৪-০-২১-১
শফিউল ইসলাম ৪-০-৩০-১
শহীদুল ইসলাম ৪-০-৩২-১
আমিনুল ইসলাম ৪-০-২৫-১

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

শেষ টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
মধুর সমাপ্তি, নাকি খালি হাতে ফেরা!

উপরে