businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার এসপি জাহিদ

০৯:৫৯পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার (চুয়াডাঙ্গা প্রতিনিধি): খুলনা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা নভেম্বর/১৯ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তার হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার)।

এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান( প্রশাসন ও অর্থ), অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বিপিএম( ক্রাইম ও অপারেশন), পুলিশ সুপার আবু হেনা খন্দকার অহিদুল করিম(ডিসিপ্লিন ও প্রসিকিউশন)।

উল্লেখ্য, গত মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তার এই অর্জনে চুয়াডাঙ্গাবাসী ও গর্বিত। জেলাবাসী তার দীর্ঘায়ু কামনা করেছেন।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে