businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


সানির নতুন ছবির ট্রেলারে যৌনতায় ভরপুর

০৪:১৩পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : সানি লিওনের ভক্তরা রগবগে দৃশ্যের জন্য অনেকদিন ধরেই অপেক্ষারয়েছেন। অবশেষে প্রকাশ পেলো 'রাগিনি এমএমএস রিটার্নস সিজন টু'র ট্রেলার। আরসেখানে বাজিমাত করে দিয়েছেন এই অভিনেত্রী।

ট্রেলারের ছোট্ট ভিডিওতেই দর্শকের মনে আগুন ধরিয়েছেন সানি। শুধু সানিই নয়, ২ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে 'রাগিনি'র সব অভিনেত্রীদেরকেই দেখা গেল আবেদনময়ীর ভূমিকায়। একের পর এক বিছানাদৃশ্যে যৌনতা ছড়ানোর আভাস দিয়েছেন তারা।

ট্রেলারে দেখা যাচ্ছে, রাগিনি শ্রফ তার গার্লস গ্যাংকে নিয়ে একটি হোটেলে হাজির হয়। রাগিনি শ্রফের বন্ধু বর্ষার বিয়ের আগে ব্যাচেলরেট পার্টি উপলক্ষেই রাগিনিরা হাজির হয় ওই হোটেলে। যেখানে হোটেলের ম্যানেজার হিসেবে দেখা যায় বরুণ সুদকে।

হোটেলে হাজির হয়ে রাগিনির সঙ্গে যেমন হোটেল ম্য়ানেজার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন, তেমনি গার্লস গ্য়াংয়ের একাধিক সদস্যের সঙ্গে কোনো না কোনো বন্ধু সম্পর্কে জড়ানোর পাশাপাশি তাদের অশ্লীল এমএমএস তৈরির কাজও শুরু হয়ে যায়।

এরপরই ওই হোটেলে অশরীরীর আনাগোনা শুরু হয়। ভয় আর যৌনতা মিলেমিশে একাকার হয়েছে ট্রেলারে। তবে শেষ পর্যন্ত গার্লস গ্যাংয়ের কী হয় সেই রহস্যের অবসান করতে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সানি ভক্তদের।

বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে