businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


ব্লকে ৭ কোম্পানির ১৭ কোটি টাকার লেনদেন

০৩:০৪পিএম, ১২ জানুয়ারি ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭টি কোম্পানি শেয়ার লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬ লাখ ৯২ হাজার ৮১৭টি শেয়ার ১৯ বার হাত বদলের মাধ্যমে ১৭ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের।

এছাড়া ফাস ফাইন্যান্সের ৬ লাখ ১২ হাজার টাকার, জিকিউ বলপেনের ২২ লাখ ৩৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ২৬ লাখ ৯২ হাজার টাকার এবং নাভানা সিএনজির ৩১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২০/এস

এই বিভাগের অন্যান্য খবর

বাজার মূলধন বেড়েছে ২৫ হাজার কোটি টাকা
বিদায়ী সপ্তাহে লেনদেন-সূচকে বড় উত্থান

উপরে