businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


শেয়ারবাজারে যে সব কোম্পানি শীর্ষ মূলধনি তালিকায়

০৪:১৬পিএম, ২১ নভেম্বর ২০১৭

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বাজার মূলধনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে বর্তমানে গ্রামীনফোন। তবে সবোর্চ্চ বাজার মূলধনের ৩য় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবিসি) রয়েছে শেয়ার দরের থেকে শীর্ষ অবস্থানে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের অক্টোবর মাসে তথ্য অনযায়ী সবোর্চ্চ মূলধনের ২০ কোম্পানি হল- গ্রামীনফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিএটিবিসি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বিডি, ব্র্যাক ব্যাংক, রেনেটা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস, তিতাস গ্যাস, দি সিটি ব্যাংক, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেরিকো বাংলাদেশ, মবিল যমুনা, ইর্স্টান ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স ও ডাচ-বাংলা ব্যাংক।

শেয়ারবাজারের মোট মূলধনের ৫৩ শতাংশই ওই ২০ কোম্পানির দখলে। আর সর্বোচ্চ মূলধনি কোম্পানির সবগুলোই ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

অক্টোবর মাসের ডিএসইর হিসেব অনুসারে, ওই ২০ কোম্পানির মধ্যে বাজার মূলধনের শীর্ষ তালিকায় স্থান পেয়েছে গ্রামীনফোন। সবশেষ প্রকাশিত কোম্পানিটির বাজার মূলধনে ৫৯১৮৩ কোটি টাকা। যা বাজার মূলধনের ১৬.৭৭ শতাংশ অবস্থান করেছে। এরপর বাজার মূলধনের ২য় স্থানে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বাজার মূলধনের ৫.৭৮ শতাংশ। কোম্পানিটির বাজার মূলধন ২০৪০০ কোটি টাকা। তৃতীয় স্থানে আছে বিএটিবিসি। কোম্পানিটির বাজার মূলধন ১৮৬০৫ কোটি টাকা। যা বাজার মূলধনের ৫.২৭ শতাংশ।

নিম্নে সর্বোচ্চ মূলধনী কোম্পানির নাম, বাজার মূলধন, শতাংশ হিসবে মূলধন, শেয়ার দর তুলে ধরা হলো :

ক্রমিক কোম্পানির নাম শেয়ার দর বাজার মূলধন(কোটি) বাজার মূলধন (%)
গ্রামীনফোন ৪৮০ ৫৯১৮৩ ১৬.৭৭
স্কয়ার ফার্মাসিটিক্যালস ৩১০ ২০৪০০ ৫.৭৮
বিএটিবিসি ৩২৮০ ১৮৬০৫ ৫.২৭
আইসিবি ১৭৭ ১১৭৫১ ৩.৩৩
ব্র্যাক ব্যাংক ১০৬ ৮৬০৩ ২.৪৪
রেনেটা ১১২৬ ৭২৯৬ ২.০৭
লাফার্জ সুরমা ৫৭ ৬৮৭৫ ১.৯৫
ইউনাইটেড পাওয়ার ১৭২ ৬২৫৩ ১.৭৭
ইসলামি ব্যাংক ৩৪ ৫৩১৩ ১.৫১
১০ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২৭০ ৫১২০ ১.৪৫
১১ বার্জার পেইন্টস ২১৫১ ৪৮৪০ ১.৩৭
১২ তিতাস গ্যাস ৪৪ ৪৬১৯ ১.৩১
১৩ দি সিটি ব্যাংক ৫৭ ৪৪৩৪ ১.২৬
১৪ সামিট পাওয়ার ৩৭ ৩৯৯৩ ১.১৩
১৫ বেক্সিমকো ফার্মা ১০৮ ৩৯৫০ ১,১২
১৬ ম্যারিকো ১১১০ ৩৫৭৮ ১.০১
১৭ মবিল যমুনা ১১৬ ৩৪৯৯ ০.৯৯
১৮ ইর্স্টান ব্যাংক ৫৬ ৩৪৯০ ০.৯৯
১৯ আইডিএলসি ৯৪ ৩৩০৬ ০.৯৪
২০ ডাচ-বাংলা ব্যাংক ১৫২ ৩১০৬ ০.৮৮

এদিকে, ওই কোম্পানির মধ্যে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ার দর সবচেয়ে বেশি। কোম্পানিটির শেয়ার দর রয়েছে ৩২৮০ টাকা। এরপর সর্বোচ্চ মূলধন ১১তম স্থানে থাকা বার্জার পেইন্টসের শেয়ার দর ২১৫৭ টাকা। এরপর সর্বোচ্চ মূলধন ৬ষ্ঠ স্থানের রেনেটার শেয়ার দর ১১২৬ টাকা।

এই বিভাগের অন্যান্য খবর

উপরে