sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


কারণ ছাড়াই বাড়ছে বিডি ওয়েল্ডিংয়ের দর

১০:৫৬এএম, ২৭ নভেম্বর ২০১৭

বিজনেস আওয়ার : কোনো কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডাস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। ডিএসই এর কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ দেয়। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের শেয়ার দরে যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে এ জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, গত দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২০.৮০ থেকে ২৪.৯০ টাকায় পৌছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ২০ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/পিএস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে