sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


যেভাবে প্রতিশোধ নিলো সানি লিওন

১০:০৬এএম, ২৮ নভেম্বর ২০১৭

বিজনেস আওয়ার : সানি লিওনের সঙ্গে ভুলেও আর কেউ ঝামেলা করতে যাবে না। কেননা ঝামেলা পাকালে একচোট নিয়ে নিতে তিনিও পারেন। তার সঙ্গে ঝামেলা বাধালেই সেরেছে। পাল্টা প্রতিশোধ নিতে তিনি প্রস্তুত। তার প্রমাণ দিয়েছেন টুইটারে।

শুক্রবার সানির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গেছে, শুটিংয়ের বিরতিতে রজনী নামে শুটিংয়ের একজন সদস্য সানির ওপর জ্যান্ত সাপ ফেলে দেন। আর সানি তো লম্ফঝম্প দিয়ে রজনীর পেছনে ছুটতে থাকেন। সানির সেই লাফিয়ে ওঠা ছিল দেখার মতো!

সানিও কম যান না। তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি। গতকাল রোববার তিনিও টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, সানি দুটি চকলেট কেক নিয়ে ‘ধড়াম’ করে রজনীর মুখে মেখে দৌড়ে পালান। রজনীও সানির পেছনে দৌড় দেন। তাই যে কেউ এখন সানি লিওনের থেকে সতর্ক থাকবেন নিশ্চয়ই।

বিজনেস আওয়ার / অ.মা

এই বিভাগের অন্যান্য খবর

উপরে