businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


রোমান্স করছে বাপ্পী-মিম

১০:০৯পিএম, ২৯ নভেম্বর ২০১৭

বাপ্পি ও মিম বর্তমানে সিলেটের শ্রীমঙ্গলে রয়েছেন। সেখানে তারা দুজন তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন।

‘হৃদয়ের যত দিন ছিলো যে ভাবনা, তোমায় ছেড়ে তো যাব না’ এমন কথার গানে ঠোঁট মিলাচ্ছেন বাপ্পি-মিম। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। এ গানের নৃত্য পরিচালনা করছেন আজাদ।

এ প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘গানের শুটিং শেষে মারামারির দৃশ্যের শুটিং হবে। এরপরই সিনেমার ক্যামেরা ক্লোজ হবে। সিনেমাটির কাজ ভালো হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় বাপ্পি-মিম ছাড়াও আরো অভিনয় করছেন আঁচল, ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রফিকুজ্জামান।

২৬ নভেম্বর থেকে সিলেটের শ্রীমঙ্গলে ‘দাগ’ সিনেমার শেষ লটের শুটিং শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্তর এর দৃশ্যায়ন করা হবে বলে।

এর আগে বাপ্পি-মিম জুটি ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় অভিনয় করেছেন।

বিজনেস আওয়ার ২৪/এস আই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে