businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৬


টাঙ্গাইলের কালিহাতী মাতাবেন জেমস

১০:১১পিএম, ২৯ নভেম্বর ২০১৭

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট করে এলেন জেমস। এবার টাঙ্গাইলে বিজয় দিবসের কনসার্ট মাতাবেন তিনি। সাথে থাকছে তার ব্যান্ড নগর বাউল।

হর্নেটের আয়োজনে ১৪ থেকে ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী স্কুল মাঠে শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা মেলা। আর এই আয়োজনের প্রধান চমক হিসেবে থাকছেন জেমস। মেলার শেষদিনে জনপ্রিয় কিছু গান গেয়ে শোতাবেন এ শিল্পী।


এই উৎসবের মূলমন্ত্র হচ্ছে, ‘চেতনায় মুক্তি উল্লাসে বিজয়’। এতে জেমসের সঙ্গে চমক হিসেবে থাকছেন আঁখি আলমগীর, সালমা ও রিংকু। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন চলবে।

এদিকে অনেকদিন অ্যালবামে নেই জেমস। শোনা যায়নি সিনেমায়ও। বর্তমানে স্টেজ শো’র ব্যস্ততার ফাঁকে ফাঁকে এগিয়ে চলছে নতুন অ্যালবামের কাজ।

বিজনেস আওয়ার ২৪/এস আই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে