businesshour24.com

ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৬


কোহলির বিয়েতে থাকছে না ভারত দলের কেউ

১০:৩০এএম, ১০ ডিসেম্বর ২০১৭

বিজনেস আওয়ার : খবরটা কী গুজব, নাকি সত্য তা এখনো বলা যাচ্ছে না। তবে ভারতীয় গণমাধ্যম বলছে ইতালির মিলানের বিরাট কোহলি ও অনুশকা শর্মার মালাবদল হতে পারে। সাদামাটাভাবেই আনুশকার গলায় বিয়ের মালা পরিয়ে দেবেন কোহলি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভীষণ আলোচিত এই জুটির বিয়েটা সম্ভবত মিলানে হচ্ছে। ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে। বিয়ের আচার-অনুষ্ঠান নিয়ে সবকিছু গোপন রাখা হয়েছে। তবে এটুকু জানা গেছে, কোহলি ও অনুশকার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আর দু-একজন বন্ধুবান্ধব উপস্থিতিতে থাকবে অনুষ্ঠানে। ভারতীয় ক্রিকেট দলের কোনও সদস্য থাকছেন না। বলিউড তারকারাও থাকছেন না। তাদের জন্য মুম্বাইয়ে ফিরে একটি পাঁচতারা হোটেলে বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করা হবে। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের জন্যই সতীর্থদের নিমন্ত্রণ করেননি বিরাট।

তবে দুজন ক্রিকেটারের দাওয়াত পাওয়ার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তারা হলেন, শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং।


বিজনেস আওয়ার / অ.মা

এই বিভাগের অন্যান্য খবর

উপরে