businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


‘পাকনামী’ কথাবার্তার জন্য সানীর কাছে ক্ষমা চাইলেন জয়

০৬:৫১পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সম্প্রতি তার ফেসবুকে অভিনেতা জয়কে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে লিখেন, জয় সিনিয়র শিল্পীদের নিয়ে অতিরঞ্জিত ‘পাকনামী’ কথাবার্তা বলছে, যা দৃষ্টিকটু। এজন্য জয়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান ওমর সানী।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের উপস্থিতিতে ক্ষমা চান জয়। সম্প্রতি জয় একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওতে জয় বলেন, ‘আমি সানী ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি। আপনি আমার খুবই প্রিয়, খুবই প্রিয় মানুষ। খুবই ভালোবাসার মানুষ। সানী ভাই আপনি যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন তা হলে আমাকে ক্ষমা করে দেবেন।’

টিভি অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’র উপস্থাপনা করছেন শাহরিয়ার নাজিম জয়। এ অনুষ্ঠানের জন্য যেমনটা আলোচিত তেমনি সমালোচিতও হচ্ছেন তিনি। অনেক তারকা এ অনুষ্ঠানে এসে বিব্রত হয়েছেন, বিরক্ত হয়েছেন। এ বিষয় নিয়ে ওমর সানি তার ফেসবুকে লিখেন- ‘জয়’ওকে মিডিয়াতে গাইড করার জন্য মৌসুমী ও গাজী সাহেবের অবদান অনেক। ইদানিং তাকে বেশি ‘পাকনামী’ কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।’

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর ২০১৭/এস আই/আনিচ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে