businesshour24.com

ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬


আজ ৬ কোম্পানির এজিএম

১০:১১এএম, ১১ ডিসেম্বর ২০১৭

বিজেনস আওয়ার : শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজা ১১ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ছয়টি হলো : আফতাব অটোমোবাইলস. নাভানা সিএনজি, ডরিন পাওয়ার, আরামিট লিমিটেড, আরামিট সিমেন্ট ও খুলনা পাওয়ার।

জানা গেছে,আফতাব অটোমোবাইলসের সাড়ে ৯টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড, পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকাতে; নাভানা সিএনজির বেলা সাড়ে ১১টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড, পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকাতে; ডরিন পাওয়ারের বেলা ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকাতে; আরমিটের বেলা ১১টায়, চিটাগাং ক্লাব, এস এস খালেদ রোড, চট্রাগ্রামে; একই স্থানে দুপুর ১২টায়, আরামিট সিমেন্টের এবং খুলনা পাওয়ারের বেলা ১১টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড, পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড এবং নো-ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হবে কোম্পানিগুলোর এজিএমে।

বিজনেস আওয়ার/পিএস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে