businesshour24.com

ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬


বাবা হচ্ছেন মুশফিক

১০:৩৭এএম, ১১ ডিসেম্বর ২০১৭

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সন্তানের বাবা হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারমুশফিকুর রহীম। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে আসছে তাদের অনাগত সন্তান। বর্তমানে মেডিক্যাল চেক আপ করাতে এই দম্পতি থাইল্যান্ডে অবস্থান করছেন।

২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খেলোয়াড় জুটির মধ্যে মুশফিক-জান্নাতুল সবার কাছেই জনপ্রিয়। ২


বিজনেস আওয়ার / ১১ ডিসেম্বর / এমএএস

এই বিভাগের অন্যান্য খবর

শেষ টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
মধুর সমাপ্তি, নাকি খালি হাতে ফেরা!

উপরে