বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ একে অপরের সাথে একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এখন ব্যাংক, অন্যান্য ঋণদাতা, শেয়ারহোল্ডার ও অন্যাণ্য স্টেকহোল্ডারদের একীভূতকরণ প্রকল্পের প্রয়োজনীয় অনুমোদন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই একীভূতকরণ সম্পন্ন হবে।

বিজনেসে আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস