বিজনেস আওয়ার প্রতিবেদক : রাইস ব্রান অয়েলের উৎপাদন বাড়াতে যমুনা এডিবল অয়েলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল। সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তির আওতায় যমুনা ভোজ্যতেল প্ল্যান্টে অপরিশোধিত তেল পরিশোধন করে তেল উৎপাদন করবে এমারল্ড অয়েল। উৎপাদনের অর্ধেক রপ্তানি করা হবে জাপানে।

এমারেল্ড অয়েল প্রতিদিন ৮০০ টন ধানের তুষ প্রক্রিয়া করতে সক্ষম হবে। প্রত্যাশিত দৈনিক তেল উৎপাদন হবে ১৬০ টন।

চুক্তির আওতায় এমারল্ড অয়েল যমুনা ভোজ্যতেল প্ল্যান্টে অপরিশোধিত তেল পরিশোধন করে তেল উৎপাদন করবে। উৎপাদনের অর্ধেক রপ্তানি করা হবে জাপানে।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস