আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার গুইঝো প্রদেশের পাংগুয়ানের শানজিয়াওশু কয়লা খনিতে এই আগুনের সূত্রপাত হয়। খবর এপি’র।

পানঝো শহর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, একটি কনভেয়ার বেল্টে আগুন ধরার পরে সেখানে আটকা পড়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। বায়ু ও সৌর শক্তির ব্যাপক প্রসার সত্ত্বেও দেশটি বিদ্যুতের জন্য কয়লার ওপর অনেকাংশে নির্ভর করে।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস