বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবস বড় পতন হলেও সোমবার (২৫ সেপ্টেম্বর) ছোট উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। আর যে পরিমাণ কোম্পানির শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। মূলত খাদ্য, বীমা আর তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলোর সক্রিয়তায় পতনের পরিবর্তে সামান্য উত্থান হয়েছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮২.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ০.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৫৯.৩২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুইহাজার ১৩৫.৩০ পয়েন্টে।

ডিএসইতে ৩০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির বা ২৭.৩৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৬২টির বা ২০.৬৭ শতাংশের এবং ১৫৬টির বা ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৪১ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৯ কোটি ৪৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৫.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০.২৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.৯৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫.৪০ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.২২ পয়েন্ট এবং সিএসআই ১.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৮.০৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৪.৮৪ পয়েন্টে, একহাজার ৩০৫.৩৭ পয়েন্টে এবং একহাজার ১৬৭.৭০ পয়েন্টে।

আজ সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস