আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফরমের কর্মকর্তা ও মুখপাত্র অ্যান্ডি স্টোনকে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৬ নভেম্বর) সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে এই তথ্যটি ব্যতীত বিস্তারিত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতি রাশিয়া কঠোর হওয়া শুরু করেছে মূলত ইউক্রেনের সঙ্গে দেশটির যুদ্ধ বাঁধার পর থেকে। ফেসবুক ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের পক্ষে অবস্থান নেওয়াই এই কঠোরতার মূল কারণ।

২০২২ সালের ফেসবুককে ‘সন্ত্রাসী ও চরমপন্থী সংস্থা’ হিসেবে আখ্যা দেয় রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও প্রদান করে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ায় বন্ধ রয়েছে ফেসবুক, এটি অঙ্গপ্রতিষ্ঠান ইনস্টাগ্রাম এবং অপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। প্রতিটির বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য বিশ্বের প্রতি একক পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে মস্কো।

যুদ্ধের আগ পর্যন্ত এই তিনটি সামাজিক যোগাযোগমাধ্যমই ব্যাপকভাবে ব্যবহার করতেন রাশিয়ার নাগরিকরা। বিশেষ করে তরুণ রুশদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ছিল ইনস্টাগ্রাম।

সূত্র : এএফপি

বিজনেস আওয়ার/এএইচএ