বিজনেস আওয়ার ডেস্ক: শরী’আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংটির নাম হবে ইউনিয়ন ব্যাংক পিএলসি। আর ইংরেজিতে ‘Union Bank PLC.’ নাম হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-৬৬, তারিখ ২৯ নভেম্বর ২০২৩ এর মাধ্যমে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নাম ইউনিয়ন ব্যাংক পিএলসি হিসেবে পরিবর্তন করা হয়েছে। আর ইংরেজিতে `Union Bank Limited’ পরিবর্তে ‘Union Bank PLC.’ নামে পরিবর্তন করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে।

বিজনেস আওয়ার/এএইচএ