বিজনেস আওয়ার প্রতিবেদক: মাঝে সাকিব আল হাসান চেষ্টা করেছিলেন। তারপর বলতে গেলে একাই লড়লেন জিমি নিশাম। ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুর রাইডার্সকে বিপদ থেকে বাঁচিয়ে লড়াকু পুঁজি এনে দিলেন কিউই এই অলরাউন্ডার।

নিশামের দায়িত্বশীল এক ইনিংসে ভর করে ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৫০ রান তুলেছে রংপুর রাইডার্স। অর্থাৎ জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সরকে করতে হবে ১৫১।

টস হেরে ব্যাট করতে নেমে ভীষণ বিপদে পড়েছিল রংপুর। ৩৯ রানে তারা হারিয়ে বসেছিল ৪ উইকেট। সাকিব ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলে দলকে কিছুটা পথ এগিয়ে দেন।

তারপরও একশর আগে (৯৩ রানে) ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল রংপুর। সেখান থেকে জিমি নিশাম টেনে তুললেন দলকে। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন নিশাম, ৯টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ২টি ছক্কা।

দারুণ বোলিং করেন মুশফিক হাসান। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। ২০ রানে ৩ উইকেট শিকার আন্দ্রে রাসেলের।

বিজনেস আওয়ার/বিএইচ