স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়-ব্যয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। বিসিবি ৯০০ কোটি টাকার মালিক—এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিঠাট্টা কম হয়নি। তবে, বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন জানালেন, সম্প্রতি বিসিবির লাভের অঙ্ক কমেছে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ রোববার (৩১ মার্চ) বিসিবির চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে বিসিবির সার্বিক বাজেট ৪৪৬ কোটি টাকা, ব্যয় ৪০৭ কোটি টাকা। এরমধ্যে বিপিএলও আছে। সবমিলিয়ে উদ্বৃত্ত ৩৯ কোটি টাকা। আমাদের আয় বাড়েনি। তবে, ব্যয় অনেক বেড়েছে। সামনের দিনগুলোতে কী করব, তা ভেবেই এখন চিন্তা হচ্ছে।’

এ ছাড়া, সভায় বিসিবি টিভি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দুটি চ্যানেল বাংলাদেশের খেলা দেখায়। এক সঙ্গে একাধিক সিরিজ চললে সব দেখানো সম্ভব হয় না। ফলে, বিসিবি টিভি চালু করার কথা ভাবছে বোর্ড।

এ প্রসঙ্গে বিসিবিপ্রধান বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা নিজেদের টিভিতে দেখাব। এখন টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা দেখানো হচ্ছে না। আমরা চেষ্টা করব, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর। আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হলেও ধরা পড়বে।’

বিজনেস আওয়ার/৩১ মার্চ/ জুয়েল