স্পোর্টস ডেস্ক : আমি যা কিছু করি মন থেকে করি। আমি যদি সঠিকভাবে দল পরিচালনা করতে পারি তাহলে চালিয়ে যাব এবং তা না পারলে আমিই আত্মসমর্পণ করব তামিম। আমি অভিজ্ঞ অধিনায়ক নই, তাই ভুল-ভ্রান্তি হবেই। দেখা যাক কি হয়। সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তামিম।

তিনি বলেন,আমি একজন স্বতন্ত্র ব্যক্তি। অধিনায়কত্ব আমাকে টানে না। আমি মনে করি যে, আমি যদি আমার পারফরম্যান্সের মাধ্যমে আমার দলকে নেতৃত্ব দেই তবে সেটিই যথেষ্ট। অধিনায়ক হিসেবে আমার ভুল হতে বাধ্য, তবে সবার আগে সবসময় দলের প্রাধান্য নিশ্চিত করব।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিমকে অভিষেকের ১৩ বছর পর দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়া হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২০/এ