সাবেক এমপি হাজী মকবুলের মৃত্যুতে জিএম কাদেরের শোক
পোস্ট হয়েছে :বিজনেস আওয়ার প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
এক শোক বার্তায় প্রয়াত মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। গণমাধ্যমে পাঠানো জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, একজন সফল মানুষ হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। হাজী মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মশিউর রহমান রাঙ্গাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিজনেস আওয়ার/২৫ মে, ২০২০/এ