বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য দূতাবাস।

এ কারণে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক ট্রাভেল অ্যাডভাইজরিতে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় মহাসমাবেশ করার ডাক দিয়েছে বিএনপি। তারা দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে।

তবে ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। বিএনপির পক্ষ থেকে বিকল্প ভেন্যু হিসেবে আরামবাগ মাঠে সমাবেশ করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না পুলিশ।

এদিকে, সমাবেশের নামে বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২২/এএইচএ