ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের নাটক নিশো-মেহজাবিনের ‘মেরুন’

  • পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • 0

বিনোদন ডেস্ক : আফরান নিশো বেশ কয়েক বছর ধরে পরিচালকদের ‘ট্রাম্প কার্ড’। আসছে ঈদেও বাজিমাত করবেন এই তারকা অভিনেতা এমনটাই প্রত্যাশা নির্মাতাদের। অভিনয়ের পাশাপাশি নাটক রচনাও করেছেন আফরান নিশো। এই ঈদে আবারও নাট্যকার পরিচয়ে পাওয়া যাবে তাকে।

আফরান নিশোর গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘মেরুন’। যেটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। ঢাকা শহরে মেরুন রঙের বাসে চলা দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পে নির্মিত নাটক ‘মেরুন’। গল্পের নায়কও আফরান নিশো। তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী।

নিজের গল্প প্রসঙ্গে নিশো বলেন, এবারের ঈদে কম কাজ করেছি। এরমধ্যে নিজের গল্প ভাবনার একটি নাটক আসছে। দর্শকদের প্রতিক্রিয়া দেখতে মুখিয়ে আছি। আশা করি, দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।

নির্মাতা মাহমুদুর রহমান বলেন, মেরুন হচ্ছে ভালোবাসার রঙ। এই রঙের বাসে প্রতিদিন একটি ছেলে একটি মেয়েকে অনুসরণ করে। প্রথম দেখায় প্রেম থেকে শুরু হয় গল্প। সেই থেকে বাসের পেছনের সিট থেকে দুজনের প্রেমের পরিণতির গল্প বলা হয়েছে নাটকে।

তিনি আরও বলেন, পুরো নাটকটি শুট করা হয় একটি বাসে। নিশো ভাইয়ের এই গল্পকে একটা ভিজুয়াল রূপ দিতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শক গল্পটা উপভোগ করবেন।

আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরহাদ লিমন, রত্না খান, নিকুল কুমার বিশ্বাস, তামজিদ তন্মায় ও নিপুণ চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটি প্রচারিত হবে বাংলাভিশিনে। একই সময়ে প্রচারিত হবে ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

বিজনেস আওয়ার/০৮ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদের নাটক নিশো-মেহজাবিনের ‘মেরুন’

পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

বিনোদন ডেস্ক : আফরান নিশো বেশ কয়েক বছর ধরে পরিচালকদের ‘ট্রাম্প কার্ড’। আসছে ঈদেও বাজিমাত করবেন এই তারকা অভিনেতা এমনটাই প্রত্যাশা নির্মাতাদের। অভিনয়ের পাশাপাশি নাটক রচনাও করেছেন আফরান নিশো। এই ঈদে আবারও নাট্যকার পরিচয়ে পাওয়া যাবে তাকে।

আফরান নিশোর গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘মেরুন’। যেটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। ঢাকা শহরে মেরুন রঙের বাসে চলা দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পে নির্মিত নাটক ‘মেরুন’। গল্পের নায়কও আফরান নিশো। তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী।

নিজের গল্প প্রসঙ্গে নিশো বলেন, এবারের ঈদে কম কাজ করেছি। এরমধ্যে নিজের গল্প ভাবনার একটি নাটক আসছে। দর্শকদের প্রতিক্রিয়া দেখতে মুখিয়ে আছি। আশা করি, দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।

নির্মাতা মাহমুদুর রহমান বলেন, মেরুন হচ্ছে ভালোবাসার রঙ। এই রঙের বাসে প্রতিদিন একটি ছেলে একটি মেয়েকে অনুসরণ করে। প্রথম দেখায় প্রেম থেকে শুরু হয় গল্প। সেই থেকে বাসের পেছনের সিট থেকে দুজনের প্রেমের পরিণতির গল্প বলা হয়েছে নাটকে।

তিনি আরও বলেন, পুরো নাটকটি শুট করা হয় একটি বাসে। নিশো ভাইয়ের এই গল্পকে একটা ভিজুয়াল রূপ দিতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শক গল্পটা উপভোগ করবেন।

আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরহাদ লিমন, রত্না খান, নিকুল কুমার বিশ্বাস, তামজিদ তন্মায় ও নিপুণ চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটি প্রচারিত হবে বাংলাভিশিনে। একই সময়ে প্রচারিত হবে ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

বিজনেস আওয়ার/০৮ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: