ঢাকা , মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেসিক ব্যাংকের নেতৃত্বভার পেলেন ডিএসইর সাবেক চেয়ারম্যান

  • পোস্ট হয়েছে : ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • 11

বিজনেস আওয়ার প্রতিবেদক : আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হাসেম বেসিক ব্যাংক লি. এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩ বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল তিনি ব্যাংকে যোগদান করবেন।

ড. আবুল হাসেম ২০১৭ সাল থেকে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. আবুল হাসেম ১৯৭৪ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ২০১৬ সালের ৩০ জুন অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অনারারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি পেশাজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সিনেট সদস্য, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান, ব্যুরো অব বিজনেস রিসার্চ এর চেয়ারম্যান, হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্ট, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক পরিচালক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও অধ্যাপক হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন এবং একই বিষয়ে সোভিয়েত রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হাসেম আমেরিকার বোস্টনে অবস্থিত সাফোক বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ফুলব্রাইট স্কলার হিসেবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর উপর গবেষণা করেছেন।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বেসিক ব্যাংকের নেতৃত্বভার পেলেন ডিএসইর সাবেক চেয়ারম্যান

পোস্ট হয়েছে : ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হাসেম বেসিক ব্যাংক লি. এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩ বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল তিনি ব্যাংকে যোগদান করবেন।

ড. আবুল হাসেম ২০১৭ সাল থেকে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. আবুল হাসেম ১৯৭৪ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ২০১৬ সালের ৩০ জুন অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অনারারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি পেশাজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সিনেট সদস্য, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান, ব্যুরো অব বিজনেস রিসার্চ এর চেয়ারম্যান, হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্ট, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক পরিচালক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও অধ্যাপক হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন এবং একই বিষয়ে সোভিয়েত রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হাসেম আমেরিকার বোস্টনে অবস্থিত সাফোক বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ফুলব্রাইট স্কলার হিসেবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর উপর গবেষণা করেছেন।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: