ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বড় জয় দিয়ে সিরি আ’ মিশন শুরু জুভেন্টাসের

  • পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • 1

স্পোর্টস ডেস্ক: সিরি আ’র নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভরা। মৌসুম শুরুর ম্যাচেই গোল করে নিজের ফর্মের জানান দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার রাতের ম্যাচটি ছিল জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলোর কোচ হিসেবে সিরি ‘আ’র প্রথম ম্যাচ।

তুরিনের বুড়িদের হয়ে নতুন মৌসুমে গোলের খাতা খোলেন ২০ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ডিহান কুলুসেভস্কি। ম্যচের ১৩ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান কুলুসেভস্কি। আর বাঁ-পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে জুভেদের প্রথম গোল এনে দেন।

এরপর ম্যাচের ২৪ মিনিটেই নতুন মৌসুমে নিজের প্রথম গোল প্রায় পেয়ে গিয়েছিলেন রোনালদো। তবে এবার বাধা হয়ে দাঁড়াল বেরসিক গোলবার। অ্যারন রামসির বাড়ানো বল বাঁ প্রান্ত থেকে পেয়ে ডি বক্সের সামনে গিয়ে জোরালো শট করেন রোনালদো। গোলরক্ষককে পার করতে পারলেও শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি বল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ক্ষুধার্থ রোনালদো গোলের আরও কাছে পৌঁছেছিলেন, কিন্তু এবারও গোলবারের ওপর দিয়ে বল চলে যায় বাইরে। ম্যাচের ৭৫ মিনিটে আরও কাছে গিয়েছিলেন রোনালদো, এবার সুযোগ ছিল ফ্রিকিক থেকে গোল করার। তবে তার জোরালো শট কোনো রকমভাবে ঘুষি মেরে দূরে পাঠিয়ে দেন সাম্পদোরিয়া গোলরক্ষক।

ম্যাচের ৭৮ মিনিটে লিওনার্দো বনুচ্চির গোলে ২-০’তে এগিয়ে যায় জুভেরা। ম্যাচের ৮৮ মিনিটে ডি বক্সের ভেতরে রোনালদোকে উদ্দেশ করে ডিফেন্স চেরা পাস দেন রামসি আর ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান রোনালদো। ব্যাস জুভেন্টাসের জয়ের ষোল কলা পূর্ণ। ৩-০ গোলের বড় জয় নিয়েই সিরি আ’র শিরোপা ধরে রাখার মিশন শুরু জুভেন্টাসের।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় জয় দিয়ে সিরি আ’ মিশন শুরু জুভেন্টাসের

পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: সিরি আ’র নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভরা। মৌসুম শুরুর ম্যাচেই গোল করে নিজের ফর্মের জানান দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার রাতের ম্যাচটি ছিল জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলোর কোচ হিসেবে সিরি ‘আ’র প্রথম ম্যাচ।

তুরিনের বুড়িদের হয়ে নতুন মৌসুমে গোলের খাতা খোলেন ২০ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ডিহান কুলুসেভস্কি। ম্যচের ১৩ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান কুলুসেভস্কি। আর বাঁ-পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে জুভেদের প্রথম গোল এনে দেন।

এরপর ম্যাচের ২৪ মিনিটেই নতুন মৌসুমে নিজের প্রথম গোল প্রায় পেয়ে গিয়েছিলেন রোনালদো। তবে এবার বাধা হয়ে দাঁড়াল বেরসিক গোলবার। অ্যারন রামসির বাড়ানো বল বাঁ প্রান্ত থেকে পেয়ে ডি বক্সের সামনে গিয়ে জোরালো শট করেন রোনালদো। গোলরক্ষককে পার করতে পারলেও শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি বল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ক্ষুধার্থ রোনালদো গোলের আরও কাছে পৌঁছেছিলেন, কিন্তু এবারও গোলবারের ওপর দিয়ে বল চলে যায় বাইরে। ম্যাচের ৭৫ মিনিটে আরও কাছে গিয়েছিলেন রোনালদো, এবার সুযোগ ছিল ফ্রিকিক থেকে গোল করার। তবে তার জোরালো শট কোনো রকমভাবে ঘুষি মেরে দূরে পাঠিয়ে দেন সাম্পদোরিয়া গোলরক্ষক।

ম্যাচের ৭৮ মিনিটে লিওনার্দো বনুচ্চির গোলে ২-০’তে এগিয়ে যায় জুভেরা। ম্যাচের ৮৮ মিনিটে ডি বক্সের ভেতরে রোনালদোকে উদ্দেশ করে ডিফেন্স চেরা পাস দেন রামসি আর ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান রোনালদো। ব্যাস জুভেন্টাসের জয়ের ষোল কলা পূর্ণ। ৩-০ গোলের বড় জয় নিয়েই সিরি আ’র শিরোপা ধরে রাখার মিশন শুরু জুভেন্টাসের।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: