ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নতুনদের সুযোগ দিতে ফুটবল ছাড়লেন স্বপ্না

  • পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: মে মাসে হঠাৎ করে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘বঙ্গমাতা পদক’ পেয়েছেন সাফজয়ী নারী ফুটবলাররা।

পুরস্কার নিতে এসেছিলেন সিরাত জাহান স্বপ্না, সাজেদা খাতুন, আনুচিং মোগিনীরাও। পুরস্কার নিলেও ক্যাম্পে আর ফিরবেন না দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না , ‘বাসায় বসে থাকবো, তবুও জাতীয় দলের ক্যাম্পে আর ফিরবো না। নতুনদের সুযোগ দিতেই আমি ক্যাম্প ছেড়েছি।’

খেলা ছেড়ে কোচিংয়ে আসার ইচ্ছা আছে কি? এই প্রসঙ্গে স্বপ্না বলেন , ‘এখনো কোচিং কোর্সও করিনি। আপাতত ইচ্ছে নেই।’

মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘বঙ্গমাতা পদক’কের সাথে ২৩ সদস্যের প্রত্যেককে এক লাখ টাকা করে চেক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাফজয়ী দলে ২৩ জন থাকলেও উপস্থিত ছিলেন ২১ জন। ডিফেন্ডার আঁখি খাতুন চীনে থাকায় এবং গোলকিপার ইতি খাতুন অসুস্থ থাকায় আসতে পারেননি। প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক, একটি করে পদক ও সম্মাননা সনদ দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাফুফের কাছ থেকে ৩৪ জনের পুরো কন্টিনজেন্টের তালিকা নিয়েছিল। কোচিং স্টাফ, কর্মকর্তাদের কাউকে ক্রেস্ট, পদক দেওয়া হয়নি। এ নিয়ে ফেডারেশন ও মন্ত্রণালয়ের মধ্যে গত দুই দিন অনেক আলোচনা হয়েছে। কর্মকর্তাদের কোনো পদক, ক্রেস্ট না থাকায় অনেকে যাননি।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নতুনদের সুযোগ দিতে ফুটবল ছাড়লেন স্বপ্না

পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মে মাসে হঠাৎ করে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘বঙ্গমাতা পদক’ পেয়েছেন সাফজয়ী নারী ফুটবলাররা।

পুরস্কার নিতে এসেছিলেন সিরাত জাহান স্বপ্না, সাজেদা খাতুন, আনুচিং মোগিনীরাও। পুরস্কার নিলেও ক্যাম্পে আর ফিরবেন না দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না , ‘বাসায় বসে থাকবো, তবুও জাতীয় দলের ক্যাম্পে আর ফিরবো না। নতুনদের সুযোগ দিতেই আমি ক্যাম্প ছেড়েছি।’

খেলা ছেড়ে কোচিংয়ে আসার ইচ্ছা আছে কি? এই প্রসঙ্গে স্বপ্না বলেন , ‘এখনো কোচিং কোর্সও করিনি। আপাতত ইচ্ছে নেই।’

মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘বঙ্গমাতা পদক’কের সাথে ২৩ সদস্যের প্রত্যেককে এক লাখ টাকা করে চেক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাফজয়ী দলে ২৩ জন থাকলেও উপস্থিত ছিলেন ২১ জন। ডিফেন্ডার আঁখি খাতুন চীনে থাকায় এবং গোলকিপার ইতি খাতুন অসুস্থ থাকায় আসতে পারেননি। প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক, একটি করে পদক ও সম্মাননা সনদ দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাফুফের কাছ থেকে ৩৪ জনের পুরো কন্টিনজেন্টের তালিকা নিয়েছিল। কোচিং স্টাফ, কর্মকর্তাদের কাউকে ক্রেস্ট, পদক দেওয়া হয়নি। এ নিয়ে ফেডারেশন ও মন্ত্রণালয়ের মধ্যে গত দুই দিন অনেক আলোচনা হয়েছে। কর্মকর্তাদের কোনো পদক, ক্রেস্ট না থাকায় অনেকে যাননি।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: