ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জানাজায় গিয়ে ইমামের মোবাইল চুরি

  • পোস্ট হয়েছে : ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে এক মুক্তিযোদ্ধার জানাজা চলাকালে ইমামের পকেট থেকে মোবাইল চুরি করতে গিয়ে সুমন মোল্লা নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে চুরি হয়ে যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার (৯ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটক সুমন মোল্লা (৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে সে ঢাকার জুরাইনে থাকেন।

ওসি জানান, চোর চক্রের অন্য সদস্যরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মো. শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর জসিম (৪০) ও ঢাকার পল্লবীর আনিচ (৩৬)। এই চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, গতকাল যোহরের নামাজের পর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ৭ থানার এরিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজা চলাকালে মানুষের ভিড়ের মধ্যে অনেক মোবাইল চুরি হয়। এসময় সুমন মোল্লা নামে এক যুবক জানাজায় ইমামতি করা বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে তাকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য বের হয়ে আসে।

সুমন জানায়, চারজনের একটি দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে।

ওসি আরও জানান, চোরের এই দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পায়জামা-পাঞ্জাবি পরে যেত, যাতে কেউ সন্দেহ না করে। এই চোর চক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জানাজায় গিয়ে ইমামের মোবাইল চুরি

পোস্ট হয়েছে : ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে এক মুক্তিযোদ্ধার জানাজা চলাকালে ইমামের পকেট থেকে মোবাইল চুরি করতে গিয়ে সুমন মোল্লা নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে চুরি হয়ে যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার (৯ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটক সুমন মোল্লা (৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে সে ঢাকার জুরাইনে থাকেন।

ওসি জানান, চোর চক্রের অন্য সদস্যরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মো. শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর জসিম (৪০) ও ঢাকার পল্লবীর আনিচ (৩৬)। এই চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, গতকাল যোহরের নামাজের পর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ৭ থানার এরিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজা চলাকালে মানুষের ভিড়ের মধ্যে অনেক মোবাইল চুরি হয়। এসময় সুমন মোল্লা নামে এক যুবক জানাজায় ইমামতি করা বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে তাকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য বের হয়ে আসে।

সুমন জানায়, চারজনের একটি দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে।

ওসি আরও জানান, চোরের এই দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পায়জামা-পাঞ্জাবি পরে যেত, যাতে কেউ সন্দেহ না করে। এই চোর চক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: