ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

  • পোস্ট হয়েছে : ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • 2

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার (২৫ আগস্ট) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকারব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা। ওই কর্মকর্তারা শিশুদের দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে সেখানে আটকে রেখেছেন। এমনকি শিশুদের নিজ দেশে ফিরতেও তারা বাধা দিচ্ছেন।

এর আগে, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাশিয়ার ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

পোস্ট হয়েছে : ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার (২৫ আগস্ট) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকারব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা। ওই কর্মকর্তারা শিশুদের দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে সেখানে আটকে রেখেছেন। এমনকি শিশুদের নিজ দেশে ফিরতেও তারা বাধা দিচ্ছেন।

এর আগে, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: