ঢাকা , শনিবার, ২৫ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পর চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মিয়ানমার

  • পোস্ট হয়েছে : ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • 7

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পর এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক দেশ মিয়ানমার। আগামী দেড় মাস এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির চাল ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ)।

এআরএফের এক জ্যেষ্ঠ সদস্য রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কিছুদিনের জন্য চাল রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ থেকে আগামী ৪৫ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’

যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ মিয়ানমার। দেশটি বছরে ২০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে। বাংলাদেশও মিয়ানমার থেকে চাল আমদানি করে থাকে।

গত মাসে বাসমতি ব্যতীত অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এ নিষেধাজ্ঞার প্রভাবে চলতি মাসেই আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ কমেছে ১ কোটি টন। শতকরা হিসেবে এ ঘাটতির হার ২০ শতাংশ।

এদিকে, ভারত চাল রপ্তানি স্থগিতের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ছে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম। গত এক সপ্তাহে উভয় দেশের চালের দাম টনপ্রতি পাঁচ শতাংশ হারে বেড়েছে, যা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।সূত্র: রয়টার্স

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতের পর চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মিয়ানমার

পোস্ট হয়েছে : ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পর এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক দেশ মিয়ানমার। আগামী দেড় মাস এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির চাল ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ)।

এআরএফের এক জ্যেষ্ঠ সদস্য রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কিছুদিনের জন্য চাল রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ থেকে আগামী ৪৫ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’

যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ মিয়ানমার। দেশটি বছরে ২০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে। বাংলাদেশও মিয়ানমার থেকে চাল আমদানি করে থাকে।

গত মাসে বাসমতি ব্যতীত অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এ নিষেধাজ্ঞার প্রভাবে চলতি মাসেই আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ কমেছে ১ কোটি টন। শতকরা হিসেবে এ ঘাটতির হার ২০ শতাংশ।

এদিকে, ভারত চাল রপ্তানি স্থগিতের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ছে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম। গত এক সপ্তাহে উভয় দেশের চালের দাম টনপ্রতি পাঁচ শতাংশ হারে বেড়েছে, যা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।সূত্র: রয়টার্স

বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: